• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হুমায়ূনপুত্র নুহাশ পেলেন 'চিত্রকুসুম'

প্রকাশ:  ১৩ মার্চ ২০১৮, ১৬:৫৩
বিনোদন ডেস্ক

হুমায়ূন তার বাবা হুমায়ূন আহমেদের পথেই হাঁটছেন। কিছুদিন আগে এক ঘণ্টার নাটকের জন্য চারুনীড়ম ইন্সটিটিউট ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনিচিত্র পুরস্কার ২০১৮’- পদক প্রদান করেছে। সেখানে ‘হোটেল আলবাট্রস’ নাটকের জন্য পরিচালক হিসেবে বিশেষ পুরস্কার ‘চিত্রকুসুম’ পেয়েছেন নুহাশ।

রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার একত্রে প্রদান করা হয়। পুরস্কার পাওয়ার পর নুহাশ হুমায়ূন বলেন, ‘হোটেল আলবাট্রস’ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। আমি ধন্যবাদ দিতে চাই, এ নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে। সবাই এ পুরস্কারের ভাগীদার। নাটকটির জন্য সেরা অভিনেতা হয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও খ্যাতনামা অভিনেতা আসাদুজ্জামান নূর।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, পুরস্কার প্রদানের আগে ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত চলে বিভিন্ন চ্যানেলে প্রচারিত সেরা ২৪টি কাহিনিচিত্রের প্রদর্শন। প্রদর্শনী থেকে ১২টি বিভাগে ৬০ জন শিল্পী ও কলাকুশলী মনোনয়ন পান। মনোনীত থেকে শিল্পী ও কলাকুশলীদের এ পুরস্কার প্রদান করা হলো। বিচারকের দায়িত্ব পালন করেছেন সাইদুল আনাম টুটুল, মানজারে হাসিন মুরাদ ও গাজী রাকায়েত।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close