• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্বিতীয় সপ্তাহে কোথায় দেখবেন ‘বিজলী’

প্রকাশ:  ২০ এপ্রিল ২০১৮, ১৫:১৭
বিনোদন ডেস্ক

গত ১৩ এপ্রিল দেশীয় সুপারহিরো ভিত্তিক চলচ্চিত্র 'বিজলী' মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা ইফতেখার চৌধুরী এবং প্রযোজনা করেছে চিত্রনায়িকা ববির 'ববস্টার ফিল্মস'। ছবিটিতে মূল চরিত্রেও তিনি অভিনয় করেছেন। ছবিতে তার নায়ক কলকাতার অভিনেতা রণবীর। দ্বিতীয় সপ্তাহে ৫৫টি হলে চলছে ববি’র 'বিজলী'।

এসব হলের মধ্যে রয়েছে ঢাকার ব্লকবাস্টার, বলাকা, মধুমিতা, সনি, এশিয়া, আনন্দ, চিত্রামহল, গীত, রাজমনী, পুনম, রানীমহল। বাকি হলগুলো হল সেনা - সাভার, চম্পাকলী - টঙ্গী, বর্ষা – জয়দেবপুর, বিলাস- সাভার, ফিরোজমহল- পাগলা, পূরবী-ময়মিনসিংহ, বর্নালী- নোয়াপাড়া, বীনা - পাবনা, ছন্দা - পটিয়া, দুলাল – ফেনি, হ্যাপি -লক্ষীপুর, ঝংকার - পাচদোনা, ঝংকার - বক্সীগঞ্জ, মিলন - মাদারীপুর, মোহন - হবিগঞ্জ, মনোয়ার - জামালপুর, নন্দিতা – সিলেট, নিউ রজনীগন্ধা - চালা, পাল্কি – চান্দিনা, উপহার - রাজশাহী, ভিক্টরিয়া - শ্রীমঙ্গল,অবসর – বিরামপুর, বনলতা – ফরিদপুর, ভাই ভাই - শখিপুর, ছায়াবানী - ময়মনসিংহ, চিত্রালী – খুলনা, গৌরি– শাহজাদপুর, হিরক - গোবিন্দগঞ্জ, সিকতা - ধুনট, ঝর্না - দাউদকান্দি, কাকলী– শেরপুর, মাধবী- মধুপুর, মধুমিতা – ভৈরব, মোহনা - কোনাবাড়ী, ময়ূরী – বাগাছড়া, মৌচাক- ভাঙ্গুরা, পৃথিবী- জয়পুরহাট, প্রিয়া - গৌরিপুর, পূর্বাষা- শান্তাহার, রাজ- কুলিয়ারচর, রাজিয়া- নাগরপুর, শঙ্খ- খুলনা, নন্দিতা- গাজীপুর, আলিম- মঠবাড়িয়া।

সম্পর্কিত খবর

    তারকাবহুল ছবি 'বিজলীতে আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, মিজু আহমেদ, জাহিদ হাসান, আহমেদ শরীফ প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন ভারতের পেলে ভট্টাচার্য।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close