• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রয়াত উত্তমের নায়িকা বাসবি নন্দী

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৬:০৫
বিনোদন ডেস্ক

চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা বাসবি নন্দী। রোববার (২২ জুলাই) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বনপলাশীর পদাবলীতে উত্তম কুমার এর বিপরীতে ছিলেন। ১৯৭৪ সালে তিনি এই ছবিতে অভিনয়ের জন্য বেঙ্গল ফিল্ম সাংবাদিক অ্যাসোসিয়েশন (Bengal Film Journalists’ Association) তার হাতে বেস্ট সাপোর্টিং অ্যাওয়ার্ড তুলে দেন।

এছাড়া যমালয়ে জীবন্ত মানুষ, মৃতের মর্ত্যে আগমন, বাঘিনী, সেই চোখ, রাতের কুহেলি, গজমুক্তা, আমি সে ও সখা এমনই বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি। দো দিলোঁ কি দাস্তাঁ নামক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি৷

বাসবি নন্দীর জন্ম ১৯৩৯ সালে। কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলের গন্ডী পেরিয়ে আশুতোষ কলেজ থেকে আইএ পাশ করেন। ছোট থেকেই গান, ধ্রুপদী নৃত্যে তার আগ্রহ ছিল৷ সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের থেকে তিনি বাংলা গানের তালিম নেন৷ তিনি গোবিন্দন কুট্টির ছাত্রী ছিলেন৷ যমালয়ে জীবন্ত মানুষের হাত ধরেই ১৯৫৮ সালে প্রথম অভিনয়ের জগতে পা রাখেন তিনি৷

তার প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগৎ।

/অ-ভি

বাসবি নন্দী,অভিনেত্রী,মৃত্যু,গায়িকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close