• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মুক্তি পেল ‘এক যে ছিল রাজা’র টিজার

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১২:৩২ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৫:২১
বিনোদন ডেস্ক

পরিচালকের চেয়ারে সৃজিত মুখোপাধ্যায়। অর্থাৎ অন্য রকম ছবি। তার প্রমাণ দিতে সৃজিতের পরের তাস ‘এক যে ছিল রাজা’। মুক্তি পেতে চলেছে পূজায়। তার আগে মুক্তি পেল এই ছবির টিজার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তা রয়েছে দর্শকদের পছন্দের তালিকায়।

উত্তমকুমার ‘সন্ন্যাসী রাজা’ করেছিলেন। সেটাও ছিল ভাওয়াল সন্ন্যাসীর গল্প। আবার সৃজিতের এই ছবিও ভাওয়াল সন্ন্যাসী নির্ভর। ফলে সৃজিতের এই ছবিটি নিয়ে আলোচনা শুরু হতেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল।

তবে দু’টো ছবি নাকি সম্পূর্ণ আলাদা। তা আগেই জানিয়েছেন সৃজিত। তিনি বলেন, দুটো ছবি সম্পূর্ণ আলাদা। আমার ছবি ভাওয়াল সন্ন্যাসী কোর্ট কেস নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের ‘আ প্রিন্সলি ইমপস্টার।

তিনি আরও বলেন, বইটাই আমার ছবির প্রেরণা। কেসটার নানা দ্বন্দ্ব, তখন দেশের অবস্থা অন্য হলে মামলার রায়ে কী প্রভাব পড়ত সেটাই দেখাতে চেষ্টা করেছি। জাতীয়তাবাদের বড় জায়গা ছিল ওই কেসে। তা ছাড়া ঊনবিংশ ও বিংশ শতাব্দীর সন্ধিক্ষণের সময়টাও আমাকে উদ্ধুদ্ধ করে।

কিছু চরিত্র গল্পের প্রয়োজনে নাকি পাল্টেছেন সৃজিত। তবে সব চরিত্রেরই একটা ঐতিহাসিক ভিত্তি আছে বলে দাবি করেছিলেন। ছবিতে ‘রাজা’র ভূমিকায় যিশু সেনগুপ্ত। তার স্ত্রীর চরিত্রে রয়েছেন রাজনন্দিনী পাল। রাজার বোনের ভূমিকায় রয়েছেন জয়া আহসান। দুই উকিলের ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে। যিশুর কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে বলে মত টলি মহলের একটা বড় অংশের।

টিজার দেখতে ক্লিক করুন এখানে: মুক্তি পেল ‘এক যে ছিল রাজা’র টিজার

/অ-ভি

মুক্তি,‘এক যে ছিল রাজা’,টিজার,জয়া আহসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close