• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

দেশের জনপ্রিয় ২৩ ব্যান্ডের গান নিয়ে ‘লিজেন্ডস অব রক’

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ১৮:৪০
নিজস্ব প্রতিবেদক

আসছে ঈদ উল আযহায় দেশের জনপ্রিয় ২৩টি ব্যান্ডদলকে নিয়ে আয়োজন করা হয়েছে ভিন্ন স্বাদের এক অনুষ্ঠানের। ‘লিজেন্ডস অব রক’ নামের এ আয়োজন করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

বাংলালিংকের সৌজন্যে এটি প্রচার হবে দেশ টিভিতে আগামী ২২ থেকে ২৮ আগস্ট প্রতিদিন রাত ৯টা ৪৫ মিনিটে।

এই আয়োজনে অংশ নিচ্ছে ফিডব্যাক, মাইলস, মাকসুদ ও ঢাকা, শিরোনামহীন, সোলস, ওয়ারফেজ, আর্বোভাইরাস, ব্ল্যাক, ব্যান্ড লালন, বেদুইন, ক্রিপটিক ফেইট, দলছুট, মেকানিকস, নেমেসিস, নাগরিক, অ্যাভয়েড রাফা, আর্টসেল, অবসকিওর, পাওয়ার সার্জ, পেন্টাগন, দ্য ট্র্যাপ, ভাইকিংস ও দৃক। অনুষ্ঠানটির রেডিও পার্টনার এবিসি রেডিও এফএম ৮৯.২।

এই আয়োজন প্রসঙ্গে বামবার প্রেসিডেন্ট হামিন আহমেদ জানান, ‘বাংলাদেশের ব্যান্ডসংগীতকে নতুন করে জাগ্রত করতে কাজ করে চলেছে বামবা। তারই একটি ক্ষুদ্র প্রয়াস ‘লিজেন্ডস অব রক’। আশা করছি আয়োজনটি প্রশংসিত হবে ও দর্শকদের ভালো লাগবে।’

বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং বলেন, ‘বাংলালিংক বিভিন্ন ধারার সংগীতের প্রসারে কাজ করে। “লিজেন্ডস অব রক” আমাদের তেমনি একটি উদ্যোগ। আশা করছি, জনপ্রিয় রকস্টারদের পারফরমেন্স সংগীতপ্রেমীদের ঈদকে রঙিন করে তুলবে।’

/এ আই

লিজেন্ডস অব রক,বামবা,দেশ টিভি,ফিডব্যাক,মাইলস,মাকসুদ ও ঢাকা,শিরোনামহীন,সোলস,ওয়ারফেজ,ব্যান্ড লালন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close