• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় হলিউড অভিনেতা

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৫
বিনোদন ডেস্ক

জনপ্রিয় হলিউড অভিনেতা বার্ট রেনল্ডস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২। বহু ছবি এবং টেলিভিশন শো-তে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। যার মধ্যে ‘Dan August’ এবং ‘Gun Smoke’ অন্যতম। ১৯৯৭ সালে ‘Boogie Nights’ তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজ যা তাঁকে অসস্কারের দৌড়েও সামিল করে।

রেনল্ডের ম্যানেজার অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন বলে জানা যায়। শুক্রবার ভোরে ফ্লোরিডাতে জুপিটার মেডিক্যালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

সম্পর্কিত খবর

    অস্কার নমিনেশন ছাড়া তিনি এমি এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও পান৷ ‘Evening Shade’-এ অনবদ্য অভিনয়ই এই পুরস্কার এনে দেয় তাঁর কাছে।

    তাঁর সুদীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ১৯৭৮-১৯৮২ তিনি কেরিয়ারের মধ্যগগণে বিরাজমান ছিলেন।

    সম্প্রতি তিনি বেশ কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন যার মধ্যে ‘Once Upon a Time in Hollywood’উল্লেখ্যযোগ্য। এতে ব্র্যাড পিট এবং লিওনার্ডে ডিক্যাপ্রিও রয়েছেন। হলিউড অভিনেতা বার্ট রেনল্ডস বিদায় নিলেও রেখে গেলেন তার অগণিত কাজ-স্মৃতি এবং ছেলে কুইনটনকে।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close