• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পদাতিকের তিনদিন ব্যাপী 'কচি স্মৃতি নাট্যোৎসব'

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬
বিনোদন প্রতিবেদক

পদাতিক নাট্য সংসদ এর প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক এবং নাট্যাঙ্গনের নিবেদিত প্রাণ আবু মুহাম্মাদ মুরতাঈশ কচি’র ১৬ তম প্রয়াণ দিবস।

এই উপলক্ষে প্রতিবারের মতো এবারও আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে পদাতিক নাট্য সংসদ, টি.এস.সি তিনদিন ব্যাপী কচি স্মৃতি নাট্যোৎসব এর আয়োজন করেছে।

সম্পর্কিত খবর

    নাট্যোৎসবে পদাতিক তাদের তিনটি নাটক মঞ্চায়ন করবে। উদ্বোধনি দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব জনাব ম. হামিদ, জনাব দেবপ্রসাদ দেবনাথ, সাধারন সম্পাদক আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন এর সেক্রেটারী জেনারেল জনাব কামাল বায়েজীদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিকের সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন।

    প্রসঙ্গত, কচি স্মৃতি নাট্যোৎসবে ১৩ সেপ্টেম্বর মঞ্চায়িত হবে কালরাত্রি, ১৪ সেপ্টেম্বর মঞ্চায়িত হবে গুণজান বিবির পালা ও ১৫ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে গহনযাত্রা।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close