• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় আহত চিশতী বাউল, ভর্তি ঢামেকে

প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৮
মাকসুদুল হক ইমু

মনে আছে কি সেই চিশতী বাউলের কথা। দেশীয় আর আধুনিক যন্ত্রের সমন্বয়ে গান বাংলা চ্যানেলে বেহায়া মন সিরিজের তিনটি গান করে ঝড় তুলেছেন ভার্চুয়াল জগতে। খুব অল্প সময়েই লাখ লাখ ভিউয়ার হয়েছিল ‘বেহায়া মন’ গানে। সামছেল হক এখন চিশতী বাউল নামেই অধিক পরিচিত। ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টেও মাতিয়ে ছিলেন ‘বেহায়া মন’ গান গেয়ে।

সেই শামসেল হক চিশতী (চিশতী বাউল) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত ৭ই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে গুলিস্থানের জিরো পয়েন্টে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন।

সম্পর্কিত খবর

    বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের ১০১ নং ওয়ার্ডের ২২ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

    বাংলাদেশ বাউলমনা সংগীত সংঘের গুণীজন সম্মাননা পদকপ্রাপ্ত চিশতী বাউল দেশবাসীর কাছে তার সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়া বাংলাদেশ বাউলমনা সংগীত সংঘের প্রধান পৃষ্ঠপোষক আসাদুজ্জামান তালুকদার তারেক ও সভাপতি আল আমিন শরীফও গুণী এই বাউল শিল্পীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close