• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পূজায় দুই নাটক নিয়ে শফিকুর রহমান শান্তনু

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১৫:১৫
বিনোদন ডেস্ক

শারদীয় দুর্গোত্সবের আনন্দে নতুনমাত্রা যোগ করতে আসছে এই সময়ের জনপ্রিয় নাট্যকার শফিকুর রহমান শান্তনুর দুটি নাটক, ‘যে বিকেল কখনো আসে না’ ও ‘এবার পূজোয়’। নাটক দুটি পরিচালনা করেছেন যথাক্রমে নির্মাতা এল আর সোহেল ও চয়নিকা চৌধুরী।

সপ্তমির দিন ১৭ অক্টোবর রাত ১০টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে ‘যে বিকেল কখনো আসে না’। সোহেলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, নাদিয়া নদী, ফরহাদ বাবু, ডেইজি আহমেদ, প্রিমা ও মিথিলা।

সম্পর্কিত খবর

    নবমীর রাতে মাছরাঙা টিভিতে দেখা যাবে ‘এবার পূজো’। শান্তনু রচিত এই নাটকটি নির্মাণ করেছে চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, নীলানজনা নীলা, তানভীর, রিমি করিম ও মিলি বাশার। রাত নয়টায় নাটকটি প্রচারিত হবে।

    নাটক দুটি সম্পর্কে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘এবার পূজোয়’ নাটকটি একেবারে পূজোকে কেন্দ্র করে। অন্যদিকে ‘যে বিকেল কখনো আসে না’ একটি হৃদয়স্পর্শী মিষ্টি প্রেমের গল্প। আশা করছি, দর্শকের ভালো লাগবে।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close