• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোয়েলের আক্ষেপ

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৮, ১৭:৩০
বিনোদন ডেস্ক

অভিনয় করতে গিয়ে ‘দুর্গা’ সেজেছেন অনেকবার। চিত্রনাট্যের প্রয়োজনে ‘দশভূজা’-র ভূমিকায় অবতীর্ণ হয়েছেনও তিনি। রূপালি পর্দার মহালয়াতেও দনুজদলনী হয়েছিলেন মল্লিক বাড়ির মেয়ে। তবে কোনও দিনই ‘কুমারী’ হতে পারেননি, তাই দুঃখ কোয়েলের।

ছোটবেলা থেকে কোয়েলের খুব শখ ছিল অন্তত একবার কুমারী রূপে সাজার। কিন্তু সেই সৌভাগ্য কোনও দিনই হয়নি তার। যেহেতু বাড়ির পূজাতে বাড়ির কোনও মেয়েকে কুমারী রূপে পূজিতা হওয়ার রীতি নেই, সে কারণেই মল্লিক বাড়িতে মহাষ্টমী-তে কুমারী পূজা’ অনুষ্ঠিত হলেও তিনি কোনও দিনই ‘কুমারী’ হতে পারেননি। ‘কুমারী পূজা’-তে অংশগ্রহণ করেছেন ঠিকই, তবে সেটা পূজারি হিসেবেও। এবারও মল্লিক বাড়ির পূজাতে কুমারী পূজায় অংশ নিয়েছেন কোয়েল। নিজ হাতে সাজিয়েছেন দিদির মেয়েকে।

সম্পর্কিত খবর

    কোয়েল বলেন, ছোটবেলায় কুমারী সাজার সখ থাকলেও তা কোনও দিনই তা পূর্ণ হয়নি। বাড়ির পূজায় বাড়ির মেয়েরা কুমারী হতে পারে না। তাই আমার আর সেই সৌভাগ্য হয়নি। এবার দিদির মেয়ে কুমারী হলো। দিদির যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, গোত্র পরিবর্তন হয়েছে, তাই দিদির মেয়ের কুমারী হতে সমস্যা নেই।

    প্রসঙ্গত, মহাষ্টমীতে মল্লিক বাড়ির পূজাতে অংশগ্রহণ করেন কোয়েল। তার সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানেও। সূত্র: জি-নিউজ।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close