• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৫০০ মিলিয়ন ছাড়ানো ভেনম এখন বাংলাদেশে

প্রকাশ:  ০৪ নভেম্বর ২০১৮, ১৭:৫৩ | আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৬:০৯
বিনোদন ডেস্ক

দুনিয়া জুড়ে এখন সুপার হিরোদের জয়জয়কার। সেই তালিকায় এবার যোগ দিলেন ‘ব্ল্যাক স্পাইডারমান’ হিসেবে পরিচিত ভয়ংকর ভেনম। শুধু যোগ দেয়াই নয়, রীতিমত দুনিয়াজুড়ে ঝড় তুলেছে ছবিটি। ভেনমের গল্প নির্মিত হয়েছে মার্ভেল কমিকসের বিখ্যাত খলনায়ক ভেনমের উপর ভিত্তি করে। যাকে দেখা যায় ‘স্পাইডারম্যান’র সঙ্গে।

ছবিটি মুক্তির পর প্রথম দুই সপ্তাহ ধরে বক্স অফিসের শীর্ষে অবস্থান করেছিলো। আর চলতি সপ্তাহে বিশ্বজুড়ে ছবিটির আয় দাঁড়িয়েছে ৫০৮ মিলিয়ন ডলার।

সনি কমিকসের নির্মাণ করা এটাই ছিলো প্রথম ছবি। ছবিটি নিয়ে অনেক নেতিবাচক রিভিউ ইন্টারনেটে ছড়ালেও বক্স অফিসে ঠিকই দাঁপিয়ে বেড়াচ্ছে ভেনম। এটি চলছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে।

সনি কমিকস নিয়ে নির্মিত প্রথম ছবিটি রীতিমত একের পর এক বাজিমাত করে চলেছে। ‘ভেনম’ নামের ছবিটি মুক্তির প্রথম সপ্তাহ থেকেই রয়েছে আলোচনায়। হলিউড অভিনেতা টম হার্ডি অভিনীত এই একশনধর্মী ছবিটি ইতোমধ্য পার করেছে ৫০০ মিলিয়ন আয়ের রেকর্ড।

/কাই

ভেনম,স্টার সিনেপ্লেক্স,যমুনা ব্লকবাস্টার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close