• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

চাটাম ঘরে মোশাররফ করিম ও শামীম জামান

প্রকাশ:  ১২ নভেম্বর ২০১৮, ১৫:১৯
বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি

গ্রাম বাংলার কাচারি ঘরের সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। কিন্তু গ্রামের মানুষের জীবন যাপন থেকে কাচারি ঘরের রেশ মুছে যায়নি। এখনো গ্রামের মানুষ আড্ডা আর খোশগল্পে মেতে ওঠে। কিন্তু সেই সব গল্প শুধুই কি গল্প থাকে? কেউ কেউ যে গল্পের জোরে হাতি-ঘোড়া-রাজা-উজিড় তুড়ি মেরে উড়িয়ে দেয়! এই ‘তুড়ি মেরে উড়িয়ে দেয়া’ মানুষদের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘চাটাম ঘর’।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। নির্মাতা শামীম জামান জানান, গ্রামে চাটাম ঘর হচ্ছে অনেকটা কাচারি ঘরের মতো। সেখানে তরুণেরা আড্ডা আর গল্পে অলস সময় কাটায়। তাদের দৈনন্দিন ঘটনাবলী নিয়েই গড়ে উঠেছে চাটাম ঘরের গল্প।

সম্পর্কিত খবর

    চাটাম ঘরে অভিনয় করেছেন, মোশাররফ করিম, শামীম জামান, মামুনুর রশীদ, রোবেনা রেজা, আ খ ম হাসান, নাদিয়া, নাবিলা প্রমুখ।

    মুহাম্মদ মামুন-অর-রশীদ রচিত নাটকটির প্রতিপর্বের দৈর্ঘ্য ৪০মিনিট করে।

    মোশাররফ করিমের ‘এম প্রোডাকশনের’ ব্যানারে পুবাইলে শুটিংকৃত নাটকটি এ-মাসেই ‘বাংলাভিশন’-এ প্রচার শুরু হবে বলে জানান চানেলটির ইনচার্জ তারেক আখন্দ। তিনি জানান, শতাধিক পর্বের নাটকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে দেখা যাবে।

    /ই.কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close