• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রথম দিনে ফোক ফেস্ট মাতালেন আব্দুল হাই দেওয়ান ও দিকান্দা

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৫:৪২
বিনোদন প্রতিবেদক

বৃহস্পতিবার পর্দা উঠেছে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের। রাজধানীর আর্মি স্টেডিয়ামের অনুষ্টিত ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮' র প্রথম দিনে গানে গানে মাতালেন আব্দুল হাই দেওয়ান। সন্ধ্যার পর মঞ্চে উঠেই 'তোর লাগিয়া' 'ভালোবাসিয়ারে বন্ধু', 'বন্ধুরে তোর জ্বালায় বাঁচি না' গানে মাতান উপস্থিত দর্শকদের।

এরপর সবশেষ আর্মি স্টেডিয়ামে মঞ্চে উঠেই উপস্থিত সব দর্শকদের বিদেশি গানে মাতাল করেন পোল্যান্ডের আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড দিকান্দা ব্যান্ডের ভোকাল আনিয়া উইটযাক। উপস্থিত অনেকেই হয়তো বোঝেনি গানের কথা। কিন্তু সুন্দর গায়কী আর সুরের মূর্ছনায় ভাসলেন সবাই।

সম্পর্কিত খবর

    ফোক ফেস্টের এবারের আসরে বাঁশি, বেহালা, ড্রাম, পারকাশন, ক্লাসিক্যাল গিটার সুরে অন্য এক আবহ তৈরি করলেন দিকান্দার সদস্যরা। দিকান্দা’র ভোকাল আনিয়া উইটযাকের বাংলায় বললেন,‘ওয়েলকাম বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের মানুষের মন অনেক ভালো।'

    বলকান ও জিপসী প্রভাবে গান করে দিকান্দা ব্যান্ড। লোকজ সুরের পাশাপাশি তাদের গানে আছে প্রাচ্যের প্রভাব। ১৯৯৭ সালে এ ব্যান্ডের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত তাদের সাতটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।

    তিনদিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর। এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী। তাদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জন।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close