• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

যে কারণে থমকে আছে ‘ফেলানি’ চলচ্চিত্রের কাজ

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০১৮, ১৬:৫৮
বিনোদন ডেস্ক

দেখতে দেখতে প্রায় অনেক গুলো বছর পার হয়ে গেলেও আজও শুরু হয়নি ‘ফেলানি’ চলচ্চিত্রের কাজ। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত বালিকা ফেলানিকে নিয়ে নির্মাণ করা হবে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফেলানি’। এই গল্পের চিত্রনাট্য লিখেছিলেন গোলাম রাব্বানী। আর চলচ্চিত্রটি নির্মাণ করার কথাও ছিলো তরুন নির্মাতা ইউসুফ চৌধুরীর।

চলচ্চিত্রটির কাজ থমকে থাকা প্রসঙ্গে পরিচালকের সাথে কথা বলার সময় তিনি জানান, ‘আসলে এখানে টাকা পয়সার কোন বিষয় নয়, এই চলচ্চিত্রে সরকারি বাধা-নিষেধের অনেক বিষয় আছে যেগুলো গুছানো আমার একার পক্ষে আপাতত সম্ভব নয়। তবে কথা দিচ্ছি আমার সাথে অনেকেই এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র এর পিছনে কাজ করছেন। ইনশাআল্লাহ সব কিছু গুছিয়ে আবার কাজে ফিরব। তবে সেখানে সময় তো লাগবেই। আশাকরি ভালো কিছু হবে।’

সম্পর্কিত খবর

    পরিচালক ইউসুফ চৌধুরী আরও বলেন ‘সীমান্তে মানুষ মারা নতুন কোনো ঘটনা না। ফেলানির মতো অসংখ্য মানুষের মৃত্যু ঘটেছে সেখানে। যার কোন বিচার হয়নি। ফেলানি শুধু মাত্র আমাদের কাছে একটি প্রতীকী চরিত্র মাত্র। এই চরিত্রের মাধ্যমে আমরা অন্যদের কথাও বলতে চাই। ঢাকা ও কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং করব। তবে ফেলানি চরিত্রে চলচ্চিত্রে বড় কোন মুখ থাকবে। যেটা সবার জন্য অবশ্যই বড় কোন সারপ্রাইজ থাকবে।’

    প্রসঙ্গত, জীবিকার সন্ধানে বাবা-মার সঙ্গে ইট ভাটায় কাজ করতে ভারতে গিয়েছিল ১৪ বছরের কিশোরী ‘ফেলানি’। কাঁটাতারের প্রাচীর ডিঙ্গিয়ে নিজ দেশে ফেরার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ সদস্যরা। ‘ফেলানি’ তার স্বপ্ন নিয়ে পাখির মত ঝুলে পড়ে কাঁটাতারে। চার ঘণ্টা প্রাণ নিয়ে পানি পানি বলে চিৎকার করতে থাকে ‘ফেলানি’। এক সময় কাঁটাতারে ঝুলন্ত অবস্থাতেই তার মৃত্যু ঘটে। ‘ফেলানি’র জীবন আর স্বপ্ন নিয়েই নির্মিত হবে এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close