• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৯৩ বছর বয়সে সম্মান সূচক অস্কার পেলেন সেসিল

প্রকাশ:  ২২ নভেম্বর ২০১৮, ১৮:১৪ | আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২১:৫২
বিনোদন ডেস্ক

দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার-এর ‘পোর্শিয়া’ চরিত্রের সেসিল গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে সম্মানসূচক অস্কার পুরস্কার গ্রহণ করেন। সেসময় অশ্রুভেজা চোখে তিনি বলেন,‘সারা জীবনের পারা আর না পারাগুলো আজ সার্থকতা পেল!’

লম্বা অভিনয়জীবনে সিসেলি তাঁর অনবদ্য অভিনয়ের জন্য ৪৫ তম অস্কার আসরে মনোনয়ন পেয়েছিলেন। ১৯৭৩ সালের সেই আসরে তিনি হেরে যান ক্যাবারে ছবির অভিনেত্রী লিজা মিনেলির কাছে। এবার সিসেলির এত বছরের আক্ষেপ ঘুচল সম্মানসূচক অস্কারের মধ্য দিয়ে।

সম্পর্কিত খবর

    যে গুণীদের হাতে পাকেচক্রে অস্কার ওঠেনি,কিন্তু মেধায় তাঁরা অনন্য—তাঁদের সম্মান জানানোর অনুষ্ঠান ‘অ্যানুয়াল গভর্নরস অ্যাওয়ার্ড’। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এই সম্মানসূচক অস্কার প্রতিবছরই তুলে দেন যথার্থ চলচ্চিত্রশিল্পী ও কুশলীদের হাতে। এ বছর দশম অ্যানুয়াল গভর্নরস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো ৯৩ বছর বয়সী অভিনেত্রী সিসেলি টাইসনের হাতে। সেসিল টাইসনের পাশাপাশি এ বছর সম্মানসূচক অস্কার জিতেছেন সংগীতজ্ঞ লালো শিফরিন ও ফিল্ম পাবলিসস্টি মারভিন লেভি।

    এর আগে এই সম্মানসূচক অস্কার পেয়েছেন জ্যাকি চ্যান,সিলভেস্টার স্ট্যালোন,জ্যঁ লুক গদার,স্পাইক লির মতো গুণী চলচ্চিত্রব্যক্তিরা।

    /ই.কা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close