• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বলিউড প্রযোজক প্রেরণা গ্রেফতার

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ১১:৪৮
বিনোদন ডেস্ক

বলিউডের প্রযোজক প্রেরণা আরোরাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে ৩২ কোটি টাকা তছরুপের অভিযোগ। বাসু ভাগনানি, জন আব্রাহামসহ বিভিন্ন প্রযোজক ও নির্দেশকদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এই প্রযোজকের বিরুদ্ধে।

মূলত বাসু ভাগনানির অভিযোগের ভিত্তিতেই প্রেরণার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্ত শুরু করে মুম্বাই পুলিশের ইকোনোমিকস অফেন্সেস উইং।

জানা যায়, ভাগনানির নিজস্ব ফার্ম থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন প্রেরণা। প্রযোজনার কারণ দেখিয়েই বেশ কয়েকবার টাকা নেন। যা কোনোদিনই ফেরত পাননি ভাগনানি। শুধু ভাগনানিই নন জন আব্রাহামের প্রোডাকাশান হাউস থেকেও টাকা নিয়েছিলেন প্রেরণা।

ভাগনানির সঙ্গে যৌথভাবে কয়েকটি ছবির প্রযোজনায় ছিলেন প্রেরণা। পুলিশ সূত্রে খবর, ছবি মুক্তির পরও নিজের ভাগের টাকা ভাগনানিকে তিনি দেননি। ফ্যানি খান, বাত্তি গুল মিটার চালু ছবি গুলিই ভাগনানি-প্রেরণার যৌথ প্রযোজনার। সেই টাকা এখনও দেননি প্রেরণা। একই ইস্যুতে জন আব্রাহামের সঙ্গে এখনও তার আইনি লড়াই জারি। জনের পরমানু ছবির প্রযোজনায় তার সঙ্গে ছিলেন প্রেরণা। ছবি মুক্তি পাওয়ার পরই তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিলেন জন আব্রাহাম।

অন্তত ৫-৬টি ফার্মের টাকা তছরুপ করার অভিযোগ প্রেরণার বিরুদ্ধে। আপাতত ১০ ডিসেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে।

/অ-ভি

বলিউড,প্রযোজক,প্রেরণা,গ্রেফতার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close