• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিজয় দিবস উপলক্ষ্যে রম্য ম্যাগাজিন ‘নিটল আতাশী রাজার অতিথি’

প্রকাশ:  ১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫
বিনোদন প্রতিবেদক

রাজদরবার আছে, রাজা আছে, মন্ত্রী আছে, আবার প্রজাও আছে। কিন্তু আদতে কি রাজ্য আছে? হ্যাঁ রাজ্যও আছে, তবে তা বোকা বাক্সে বন্দি। আর এই বন্দি রাজ্যের পুরো ঘটনাটাই ঘটবে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে। নাম তার ‘রাজার অতিথি’। এটি মূলত রম্য ম্যাগাজিন অনুষ্ঠান।

মহান বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ এই রম্য ম্যাগাজিন ‘নিটল আতাশী রাজার অতিথি’। যাত্রাপালা ধরণের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে রাজার ভুমিকায় রয়েছেন সাইফুল জামিল। আর রানীর ভূমিকায় এ্যানী। এছাড়ায় অন্যান্য ভূমিকায় অংশগ্রহন করেছেন আলী আসগর ইমন, জান্নাত প্রমুখ। অনুষ্ঠানে রয়েছে শিল্পী রফিকুল আলমের কন্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ‘যায় যদি যাক প্রাণ’। এছাড়া আলম আরা মিনুর কন্ঠে রয়েছে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’। অনুষ্ঠানে আরো থাকছে কাদামাটি গ্রুপের নৃত্য পরিবেশনা।

সম্পর্কিত খবর

    এ ছাড়াও ছোট ছোট স্কিড এর মাধ্যমে অনুষ্ঠানে হাস্যরস উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহন করেন ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া স্বর্ণপদক বিজয়ী সাতারু মোশাররফ হোসেন খান। মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ এর রচয়িতা ও নির্মাতা এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

    অনুষ্ঠানে আরো থাকছে বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের উপর বিশেষ প্রতিবেদন এবং সৌর বিদ্যুত দিয়ে গাড়ির উদ্ভাবক শাওনের উপর প্রতিবেদন। আলী আসগর ইমনের গ্রন্থনা ও সাইফুল জামিলের পরিচালনায় রম্য ম্যাগাজিন ‘নিটল আতাশী রাজার অতিথি’ এটিএন বাংলায় প্রচার হবে ১৬ই ডিসেম্বর, রাত ৮টায়।

    /এ আই

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close