• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শুভ জন্মদিন আহমেদ ইমতিয়াজ বুলবুল!

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৯, ১৬:২৬ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৬
হাসনাত কাদীর
আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবি: সংগৃহীত।

কিংবদন্তি সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের আজ ৬২তম শুভ জন্মদিন। সংগীতের প্রায় সকল শাখায় অবদান রাখা বাংলার এই সুর্য সন্তান ১৯৫৭ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন।

সব কটা জানালা খুলে দাও না, মাঝি নাও ছাইড়া দে- মাঝি পাল উড়াইয়া দে, সেই রেল লাইনের ধারে, এই দেশ আমার সুন্দরী রাজকন্যা, আয় রে মা আয় রে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেবো না- এমন বহু কালজয়ী গানের এই নিভৃতচারী শিল্পী মাত্র ১৫ বছর বয়সে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে।

সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, মনির খান, আগুন, কনকচাঁপাসহ দেশের প্রায় সব জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে তিনি তুলে দিয়েছেন কথা ও সুর। তিনি বিচারক হিসেবেও কাজ করেছেন একাধিক সঙ্গীত প্রতিযোগীতামূলক অনুষ্ঠানে।

১৯৭৮ সালে 'মেঘ বিজলি বাদল' ছবির মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা শুরু করেন তিনি। এরপর প্রায় দুই শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা এবং গানের সুর-সঙ্গীত ও কথা লিখেছেন এই গুণী শিল্পী।

সংগীতে অসামান্য অবদানের জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুল রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, শহীদ আলতাফ মাহমুদ পদকসহ নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন।

এই জীবন্ত কিংবদন্তি শিল্পীর শুভ জন্মদিনে পূর্বপশ্চিমবিডি.নিউজ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা। আমরা গুণী এই শিল্পীর সৃষ্টিমুখর দীর্ঘায়ু কামনা করছি।

পিবিডি/ হাসনাত

আহমেদ ইমতিয়াজ বুলবুল,শুভ জন্মদিন,হাসনাত কাদীর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close