• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আসিফের মর্মস্পর্শী ১২ উপলব্ধি

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ২০:৫৮ | আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:০৮
বিনোদন ডেস্ক
আসিফের হৃদয়স্পর্শী ১২ উপলব্ধি

জনপ্রিয় গায়ক আসিফ আকবর তাঁর গত বছরের অর্জন, সাফল্য এবং ভালোলাগা-মন্দলাগা নিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ২০১৮তে যদি টর্নেডো হয়ে থাকে, তবে ২০১৯ এ হবে সুনামি, আল্লাহ সহায় হলে...।

স্ট্যাটাসটিতে তিনি তাঁর সফলতা-ব্যর্থতা নিয়ে যা লিখেছেন তা পাঠকের জন্য তুলে ধরা হল:

ফিরে দেখা ২০১৮

১. সেরা অর্জন– বিনা অপরাধে জেলে যাওয়া।

২. সেরা সাফল্য– পাঁচদিন বিনা কারনে জেল খাটা।

৩. সেরা সময়- জেলে পাঁচদিন মোবাইল এবং সেলফি মুক্ত থাকা।

৪. সেরা ভাল লাগা- ছেলেরা জেলখানায় দেখা করতে গিয়ে তাদের বাবাকে নির্দোষ মনে করা।

৫. সেরা মুহূর্ত – মাথা উঁচু করে জেলে প্রবেশ। ( যদিও জেলখানার গেট ছোট )

৬. সেরা উপলদ্ধি – জেলখানার আকাশটা সবচেয়ে বড়।

৭. সেরা অনুভুতি – জেলখানার মানুষদের আবেগী ফেয়ারওয়েল প্রাপ্তি। (যদিও গেটটা বাকী জীবনের জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ্।)

৮. সেরা প্রাপ্তি- সত্য যুগের নমরুদ আর ফেরাউনদের ভালবাসা পাওয়া।

৯. সেরা সার্থকতা - ১০৬ টি গান রেকর্ডিং করতে পারা।

১০. সেরা সুখ – আমাদের জুয়েল মোরশেদের ছেলে বাহুবলী’র ( জাহরান মোরশেদ) এর পৃথিবীতে আগমন।

১১. সেরা কষ্ট – আইয়ুব বাচ্চু ভাইয়ের চলে যাওয়া।

১২. সেরা ব্যর্থতা – বিয়ে করতে না পারা।

ভালবাসা অবিরাম।

(ছবি কৃতজ্ঞতা: শিথিল রহমান।)

পিবিডি/ হাসনাত

আসিফ আকবর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close