• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন বিষয়ে জোর দিলেন গুলজার, দ্বন্দ্ব দূর করবেন বাদল

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬
বিনোদন প্রতিবেদক
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৫ জানুয়ারি। এবার ১৯ পদের জন্য ৬জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরই মধ্যে উৎসবের আমেজে নির্বাচনের পোস্টার শোভা পাচ্ছে বিএফডিসি প্রাঙ্গণে।

২০১৯-২০ মেয়াদের এই নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। গুলজার-খোকন পরিষদের বিপরীতে লড়ছে বাদল-বজলুর পরিষদ।

সভাপতি পদপ্রার্থী মুশফিকুর রহমান গুলজার বলেন, দুই বছর ধরে আমরা সফলতার সঙ্গে সমিতির কার্যক্রম পরিচালনা করেছি। আশা করছি সদস্যরা এবারও আমাদের নির্বাচিত করবেন।

গুলজার আরও বলেন, নতুন মেয়াদে আমরা তিনটি বিষয়ের উপর জোর দিচ্ছি। সরকারি খরচে সারাদেশে যাতে সিনেপ্লেক্স নির্মাণ করা হয়। প্রথমে ৬৪ জেলায় ও পরবর্তীতে তিনশ’টি উপজেলায়। এরপর সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে সিনেমা প্রদর্শন ও ই-টিকিটিং চালু। এই বিষয়গুলো বাস্তবায়ন হলে সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাদের সদস্যদেরও উন্নয়ন ঘটবে।

এদিকে সমিতির সভাপতি নির্বাচিত হয়ে সিনেমা ইন্ডাস্ট্রির সকলের মধ্যে দ্বন্দ্ব দূর করতে চান পরিচালক বাদল খন্দকার। সকলকে এক করে সিনেমার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এবার সমিতির ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান ও বিএইচ নিশান।

পিবিডি/ ইকা

বাদল,দ্বন্দ্ব,গুলজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close