• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চার গুণী শিল্পীর কণ্ঠে সুজন হাজংয়ের দেশাত্ববোধক গান

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮ | আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:০৩
বিনোদন প্রতিবেদক
সুজন হাজংয়ের দেশাত্ববোধক গান

তরুণ গীতিকবি, লেখক, সংগঠক ও রাজনীতিবিদ সুজন হাজং দেশের প্রতি ভালোবাসা জ্ঞাপনে প্রকাশ করলেন চারটি দেশাত্ববোধক গান। তাঁর লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন গুণী শিল্পী ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপ এবং সুস্মিতা সাহা।

ফাহমিদা নবীর গাওয়া গানটির শিরোনাম ‘বাংলাদেশ’।

তিনি জানান, সুজন হাজংয়ের লিরিকগুলো দেশের প্রতি অসম্ভব মায়ায় মোড়ানো। তাঁর গীতিকবিতা আমাকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতা থেকেই গানটি গাওয়া।

‘মাগো তোমার কোলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। সামিনা বলেন, তরুণ এই গীতিকবির দেশপ্রেম আমাকে মুগ্ধ করেছে। তাঁর জন্য আমার শুভ কামনা।

প্রিয়াংকা গোপ গেয়েছেন ‘বাংলা মাকে’ শিরোনামের গানটি। আর সুস্মিতা সাহার গাওয়া গানের শিরোনাম ‘বিজয়’।

গীতিকার সুজন হাজং বলেন, মানুষের যেমন মাতৃঋণ, পিতৃঋণ থাকে তেমনি জন্মভূমির প্রতিও ঋণ থাকে। এই সকল ঋণ এক জীবনে শোধ করা যায় না। কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ব পালনের চেষ্টা করলে কিছুটা লাঘব হয়। আমি আমার জন্মভূমির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই গানগুলো লিখেছিলাম। শ্রোতারা গানগুলোকে ভালোভাবে গ্রহণ করায় এক ধরণের তৃপ্তিবোধ করছি।

যাদু রিছিলের সুর এবং সংগীতায়োজনে সুজন হাজং-এর দেশাত্ববোধক গান চারটি তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এসএইচ টিভিতে অবমুক্ত করা হয়েছে।

পিবিডি/ হাসনাত

দেশাত্ববোধক,সুজন হাজং,গান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close