• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুই ভাষায় আসছে গাজী রাকায়েতের ‘গোর’

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৫২
বিনোদন প্রতিবেদক
দুই ভাষায় আসছে গাজী রাকায়েতের ‘গোর’

গাজী রাকায়েৎ পরিচালিত ‘গোর’ সিনেমাটি নির্মিত হয়েছে একসঙ্গে দুই ভাষায়। তিনি বলেন, ছবিটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন উৎসবে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। সেই চিন্তা থেকেই দুই ভাষায় শুটিং করা হয়েছে। বাংলা আর ইংরেজি।

গাজী রাকায়েৎ বলেন, ছবির শুটিং করেছি দোহারের শাইনপুকুর গ্রামে। সেখানে জঙ্গল পরিষ্কার করে রীতিমতো একটি গৃহস্থ বাড়ি নির্মাণ করে আমরা কাজ করেছি সিনেমার।

গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে গোর নামে একটি ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই ‘গোর’ নির্মাণ করছেন গাজী রাকায়েত।

গাজী রাকায়েত ও মৌসুমী হামিদ ছাড়াও ‘গোর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আশিউল ইসলাম, সুষমা সরকার, এ কে আজাদ সেতু, দীপান্বিতা প্রমুখ।

এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।

পিবিডি/ ইকা

গোর,গাজী রাকায়েত,সিনেমা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close