• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রমজান মাসে মালয়েশিয়াস্হ বাংলাদেশ দূতাবাসের সেবার সময় পরিবর্তন

প্রকাশ:  ১৮ মে ২০১৮, ১০:০২
আহমাদুল কবির (মালয়েশিয়া)

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মালয়েশিয়াস্হ বাংলাদেশ দূতাবাসের সেবাদান বা দাপ্তরিক কর্ম সময়ের পরিবর্ত করেছে কর্তৃপক্ষ ৷দূতাবাসের প্রধান ওয়াহিদা আহামেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে ৷

নোটিশে লেখা সময়সূচিতে বলা হয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকমিশনের কার্যক্রম সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। তবে সেবা দানের এই সময়ের মধ্যে নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে ৷ এ ছাড়া শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। তবে জুমার নামাজের জন্য দুুপুর একটা থেকে দুইটা পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ৷

সম্পর্কিত খবর

    এ দিকে মালয়েশিয়ায় ১৭ মে বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় ৷ অর্থাৎ ১৭ মে বৃহস্পতিবার থেকেই নতুন সময়সূচিতে সেবা কর্যক্রম পরিচালনা করেছে হাইকমিশন ৷ রমজান মাসের আগে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সেবা দিয়েছে মিশন ৷ জানা গেছে, রমজান মাস শেষে হাইকমিশনের কার্যক্রম যথারিতি পূর্বের সময়ে পরিচালিত হবে ৷

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close