• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়াকে বদলে দিতে প্রস্তুত আনোয়ার ইব্রাহীম

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৪
আহমাদুল কবির, মালয়েশিয়া

‘আমিই আনোয়ার ইব্রাহীম এবং আমি এখনো দৃঢ়চেতা। আমি এখনো সংগ্রাম করতে পারি। ৬১ বছরের পুরনো একটি সরকারকে পরিবর্তন করা অতটা সহজ কাজ নয় কিন্তু আমি এই সংগ্রামে আপনাদের সাথে থাকবো।’

মালয়েশিয়ার পোহ তং একটি চীনা মন্দির কর্তৃক আয়োজিত হাঙ্গেরি গোষ্ট ফেষ্টিভাল এ অংশ নিয়ে ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ এসব কথা বলেন।

হাঙ্গেরি গোষ্ট ফেষ্টিভাল এ অন্যান্যদের মধ্যে, মালয়েশিয়ার বালাকং রাজ্যের উপ-নির্বাচনে পাকতান হারপানের প্রার্থী উং সো কি এবং ডেমোক্রেটিক একশন পার্টির সচিব ইয়ান ইয়ং হাইয়ান ওহা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক নেতা আনোয়ার ইব্রাহীম এই বলে ঘোষণা দেন যে, তিনি পাকতান হারপান এবং দেশের জনগণকে সেবা দিতে পুরোপুরি প্রস্তুত। প্রসঙ্গত আনোয়ার ইব্রাহীম মালয়েশিয়ার রাজনীতি থেকে চার বছর যাবত নিজেকে দূরে রেখেছিলেন।

‘আমি চার বছর যাবত রাজনীতি থেকে দূরে ছিলাম। এটা আসলে দীর্ঘ একটি সময়। তবে পাকতান হারপানের অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে দেশের জন্য সংগ্রাম করার সময় এখন খুব নিকটে।’

আনোয়ার ইব্রাহীম বলেন, ‘বর্তমানে আমার অনেক সহকর্মী মন্ত্রীসভায় রয়েছেন। তারা দুর্নীতি দমন এবং সমস্যার সমাধানের জন্য কঠোর পরিশ্রম করছেন।’

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ‘আপনাদের জন্য এভাবে কঠোর পরিশ্রম করার জন্য তাদেরকে সুযোগ দান করুন, শনিবারের আসন্ন নির্বাচনে আমাদের তরুণ প্রার্থীকে বিজয়ী করে সমস্যা গুলোকে নির্মূল করার সুযোগ দিন।’

বালাকাং রাজ্যের সাংসদ এডি নং তিয়েন চী চলতি বছরের ২০শে জুলাইতে মৃত্যুবরণ করায় সেখানকার সংসদীয় আসনটি খালি হয়ে পড়ে।

রাজ্যটির উপ-নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য উং সো কি কে মালয়েশিয়া চাইনিজ এসোসিয়েশন এর প্রার্থী তান চী তেওং এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে। আনোয়ার ইব্রাহীম শনিবার রাজ্যটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে পাকাতান হারপানের প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

/পি.এস

মালয়েশিয়া,আনোয়ার ইব্রাহীম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close