• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালয়েশিয়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশ:  ১৫ অক্টোবর ২০১৮, ১৬:২৮
আহমাদুল কবির, মালয়েশিয়া

মালয়েশিয়ায় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১৪ অক্টোবর রোববার রাতে মালয়েশিয়ার ওয়ান সাউথ জে-এমবি, তামান সারডাং পারডানায় একটি হল রোমে মালয়েশিয়া শ্রমিক লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন, মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন ।

আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত এবং সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিকলীগের উপদেষ্টা ও মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য মকবুল হোসেন মকুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহিন সর্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন জোসেফ, মোঃ সাইফুল ইসলাম সিরাজ, শ্রমিকলীগের সহ-সভাপতি মো. শাহ আলম হাওলাদার। সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। মালয়েশিয়া যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ জহিরুল ইসলাম জহির, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান মিতুল, মালয়েশিয়া ছাত্রলীগের সিনিয়র সহ সভাতি কবিরুজ্জামান জীবন, যুগ্ন সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।

১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠিত করেন। জাতীয় শ্রমিকলীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারে শ্রমিকলীগ। দেশ ও জাতির সামগ্রীক উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা বলেন, আমাদের মূল লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। এ সময় তারা আরোও বলেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতী শ্রমিকরা। শ্রমিকদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মনির দেওয়ান, সরিফ আহাম্মেদ বিন নুর, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মওদুদ মোল্লা, মোঃ জুয়েল বেপারী, মোঃ ফরিদ উদ্দিন সহ আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের নেতাকর্মী।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের উপস্থিতে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তারা ।

/পি.এস

মালয়েশিয়া,শ্রমিক লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close