• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮২ অবৈধ অভিবাসী আটক

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ০২:৩২
আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

মালয়েশিয়ায় বাংলাদেশি সহ প্রায় ৮২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৬ জানুয়ারি) মালয়েশিয়া সময় দুপুর সাড়ে ১২ টায় সেলাঙ্গর কাচা বাজারে দেশটির পুত্রাযায়া, ফেডারেল অঞ্চল, সেলাঙ্গর এবং নেগারি সিম্বিলান (জেপিএন) এর কর্মকর্তাদের উপস্থিতিতে অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে এদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের নতুন মহাপরিচালক ইন্দিরা খায়রুল দাজেমি দায়িত্ব গ্রহনের পর অবৈধ অভিবাসীদের আটকে এটিই প্রথম অভিযান।

তবে এ অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন এ রিপোর্ট লেখাপর্যন্ত তা জানা যায়নি। অভিযানে ২৭০ এরও বেশি বিদেশিদের পরীক্ষা করে দেখা গেছে যে তাদের মধ্যে ৮২ জন অভিবাসন চুক্তির লঙ্ঘন করেছে। আটক বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ভারত ও নেপাল। এছাড়াও ১২৪ বিদেশী ইউএনএইচসিআর কার্ড ধারি মায়ানমারের নাগরিকও রয়েছে।

অপারেশনস,ইনভেস্টিগেশন অ্যান্ড প্রসিকিউশন বিভাগের পরিচালক পুত্রাযায়ার টিয়ান সরভানা কুমার বলেন, যারা আটক হয়েছেন, তাদের বেশিরভাগই কাজের পারমিট ছিলনা।

তিনি বলেন,"আমরা পারমিট ছাড়া বিদেশি কর্মীদের সুরক্ষা ও নিয়োগের জন্য সন্দেহভাজন নিয়োগকর্তাদের সনাক্ত করে, নিয়োগকর্তার বিরুদ্ধে তদন্ত করার ব্যবস্থা। ইমিগ্রেশন রুলস এন্ড রেগুলেশন লঙ্ঘন করে পাওয়া সকল অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আনা হবে"।

এ দিকে অবৈধ অভিবাসীদের ধরতে গত বছরের সেপ্টেম্বরের প্রথম থেকে শুরু হওয়া ‘অপস মেগা ৩.০’ নামের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মালয়েশিয়ায় বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বিদেশিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পিবিডি/আরিফ

মালয়েশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close