• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গবেষণা বলছে

চুমু খাওয়া ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর!

প্রকাশ:  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩
পূর্বপশ্চিম ডেস্ক
প্রতিকী ছবি

চুম্বন ধূমপানের থেকেও বেশি ক্ষতিকর! এমনটাই দাবি গবেষকদের। আদরের চুম্বন ডেকে আনতে পারে ক্যান্সারের মতো সাংঘাতিক মরণব্যাধি। মাথা ও ঘাড়ে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই চুম্বনের।

গবেষকদের মতে, চুম্বনের মাধ্যমে হিউম্যান পাপিললোমা (এইচপিভি) নামে একটি ভাইরাস স্থানান্তরিত হয়। ওরাল সেক্সের মাধ্যমে এই ভয়াবহ ভাইরাস দেহে ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে 'ফ্রেঞ্চ কিসের' সময়।

সম্পর্কিত খবর

    ঘাড় ও গলাতে অবস্থিত পরিপাকনালীর অংশ এইচপিভি আক্রান্তদের সাধারণ মানুষের থেকে ২৫০ বার বেশি ক্যান্সারের ঝুঁকি থাকে। এইচপিভি সাধারণভাবে সার্ভিক্যাল ক্যান্সারের (জরায়ু মুখের ক্যান্সার) সঙ্গে সম্পর্কযুক্ত হলেও এটি নারী-পুরুষ উভয়কে সংক্রমিত করে।

    অস্ট্রেলিয়ার মাথা ও ঘাড় বিশেষজ্ঞ ডাক্তার মাহিবান থমাস জানিয়েছেন, যৌন আকাঙ্ক্ষার পাশাপাশি সাধারণ চুম্বনেও এইচপিভি স্থানান্তরিত হতে পারে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close