• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সাবধানে ব্যবহার করুন পাবলিক টয়লেট

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ০৩:২১
লাইফস্টাইল ডেস্ক

আমরা অনেকেই পাবলিক টয়লেট ব্যবহার করতে চাই না | কিন্তু এমার্জেন্সির সময় আর কোনো উপায় থাকে না | পাবলিক টয়লেট পরিষ্কার হলেও জেনে রাখবেন ওটা কিন্তু রোগের ডিপো, কারণ সরাদিনে বহু মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করে তাই | ঘাবড়ে যাবেন না আমরা কিছু সহজ উপায় বলছি যা ফলো করলে সংক্রমণের হাত থেকে রক্ষা পাবেন |

পারলে ব্যাগে সব সময় টিস্যু পেপার আর স্যানিটাইজার রাখার চেষ্টা করবেন | পাবলিক টয়লেটের দরজা টিস্যু পেপার দিয়ে খুলুন | দরজার হাতলে কিন্তু বহু জীবাণু থাকে | তাই টিস্যু পেপার বা হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে দরজার হাতল ধরুন |

সম্পর্কিত খবর

    টয়লেট সিট পরিষ্কার করে নিন | যদি বার বার পাবলিক টয়লেট ব্যবহার করতে হয় তাহলে টয়লেট সিট কভার পাওয়া যায় তা কিনে নিজের সঙ্গে রাখুন | চিন্তা করবেন না একটা ছোট প্যাকটে এই টয়লেট সিট ভরা যায় | তাই খুব সহজেই আপনার ব্যাগে এটা রাখতে পারবেন |

    মহিলাদের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে | তাই‚ যদি টয়্লেটে বসতে অস্বস্তি হয় তাহলে আধ বসা অবস্থায় কাজ সারতে চেষ্টা করুন | এতে সংক্রমণের ভয়ও অনেকটা কমে যায় | টয়লেট যদি খুব নোংরা থাকে তাহলে পুরোটা না বসাই উচিত |

    টয়লেট পেপার দিয়ে ফ্লাশ-এর বোতাম টিপুন | কারণ‚ ফ্লাশের হ্যান্ডেলে অনেকরকমের জীবাণু লেগে থাকার সম্ভাবনা থাকে | তাই শুধু হাতে এটা না ব্যবহার করাই ভাল |

    যত তাড়াতাড়ি পারবেন পাবলিক টয়লেটের ভিতর থেকে বেরিয়ে আসুন | বেরিয়ে আসার সময় দরজা আবার টিস্যু পেপার দিয়ে খুলুন | বেরিয়ে হাত ধুতে ভুলবেন না | সব শেষে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিন ভাল করে |

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close