• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

মহাকাশচারীর পাল্টে গেল দৈহিক গড়ন

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ১৬:৩৫
পূর্বপশ্চিম ডেস্ক
মহাকাশচারী স্কট কেলি এবং তার জমজ ভাই মার্ক (বা থেকে)

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশচারীদের ওপর এক গবেষণার ফলাফল প্রকাশ করে বিশ্বকে চমকে দিয়েছে।

নাসার গবেষণায় প্রকাশ, প্রায় বছর ধরে মহাকাশে অবস্থান করলে মহাকাশচারীর শারীরিক পরিবর্তন ঘটে।

সম্পর্কিত খবর

    এগুলো হলো- রোগ প্রতিরোধ ক্ষমতা, হাড়ের গঠন, দৃষ্টিশক্তিসহ আরও কিছু পরিবর্তন। এমনকি বেটে মানুষটিও কিছুটা লম্বা হতে পারে!

    এমনটাই দেখা গেছে স্কট কেলি নামে এক মহাকাশচারীর ওপর, যিনি ৩৪০ দিন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করছিলেন। পৃথিবীতে ফেরার পরে স্কট কেলির জিনের সঙ্গে তার যমজ ভাই মার্কের জিন মিলিয়ে দেখা হয় । এতে দেখা যায়, সাত শতাংশ বদলে গেছে স্কটের জিন।

    নাসার এই ‘টুইন স্টাডি’ নামক প্রকল্পে স্কটের মহাকাশে যাওয়ার আগে এবং সেখান থেকে ফেরার পরে দুই ভাইয়ের জিন নিয়ে তুলনামূলক পরীক্ষা করা হয়।

    দেখা গেছে, ৩৪০ দিন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকার ফলে আগের থেকে দুই ইঞ্চি লম্বা হয়েছেন স্কট।

    নাসার গবেষকদের ধারণা, অক্সিজেনের স্বল্পতার সঙ্গে খাদ্যাভ্যাসের পরিবর্তনই এর প্রধান কারণ। তবে এ নিয়ে আরও বিস্তর গবেষণা চলছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close