• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুরনো ওএসের স্মার্টফোনে আর নেই হোয়াটসঅ্যাপ

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১১:৫৩
পূর্বপশ্চিম ডেস্ক

বেশ কিছু পুরনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। ফলে আইওএস ৭ থেকে শুরু করে অ্যানড্রয়েডের জিনজারবোর্ড (২.৩.৭) থেকে পুরনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি চললেও বেশ কিছু ফিচার ব্যবহার করা যাবে না।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

কোনো কারিগরি সেবা দেওয়া হবে না। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অপারেটিং সিস্টেমগুলোতে চলা স্মার্টফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পুরনো সংস্করণের প্ল্যাটফর্মগুলোর ওপর ভিত্তি করে কোনো প্রযুক্তিসেবা নিয়ে কাজ করছে না হোয়াটসঅ্যাপ। আর তাই কিছু প্রযুক্তিসেবা যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ পেতে ব্যবহারকারীদের স্মার্টফোন হালনাগাদ করতে হবে।

/এসএম

হোয়াটসঅ্যাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close