• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

চালের দানার থেকেও ছোট কম্পিউটার!

প্রকাশ:  ২৫ জুন ২০১৮, ১১:০০ | আপডেট : ২৫ জুন ২০১৮, ১১:০১
পূর্বপশ্চিম ডেস্ক

তৈরি হলো বিশ্বের সব থেকে ছোট কম্পিউটার। চালের দানার থেকেও ছোট, আকারে মাত্র ০.‌৩ মিলিমিটার। নাম দেওয়া হয়েছে ‘মিশিগান মাইক্রো মোট’।

দেখতে অত্তটুকুন হলে কী হবে। কাজে এক্সপার্ট! রয়েছে র‌্যাম, প্রসেসর, ওয়েভ ট্রান্সমিটার, রিসিভার, ফোটোভলটাইক্‌সের মতো যন্ত্রপাতি। যন্ত্রটি ক্যান্সারের চিকিৎসায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ!

সম্পর্কিত খবর

    মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, এতে রয়েছে প্রিসিশন টেম্পারেচার সেন্সর যা মানুষের শরীরে টিউমার এবং সাধারণ টিস্যুর তাপমাত্রার তারতম্য ধরতে পারবে।

    তবে, যেকোনো ভালো কিছুর, কিছু না কিছু খুঁত তো থাকবেই। ‘মিশনগান মাইক্রো মোট’ এরও রয়েছে তেমনি কিছু 'সাইড-এফেক্ট'। ডেস্কটপ যেমন পাওয়ার ব্যাকআপ ছাড়াই প্রোগ্রাম ডেটা ফের খুঁজে নিতে পারে, এই যন্ত্রটি তা পারে না। সুইচ বন্ধ হওয়ার সঙ্গেসঙ্গেই সব প্রোগ্রাম ডেটা হারিয়ে যাবে। এত ছোট যন্ত্রে কনভেনশনাল রেডিও অ্যান্টেনা বসানো সম্ভব হয়নি। তাই আলোর মাধ্যমেই আদানপ্রদান করতে হবে তথ্য।

    চালের দানা,ছোট কম্পিউটার,মিশিগান মাইক্রো মোট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close