• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউটিউবে যুক্ত হচ্ছে ‘ইনকগনিটো’ মোড

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৮:৩৭
প্রযুক্তি ডেস্ক

গুগল ক্রোম ব্রাউজারের মতোই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউটিউব অ্যাপে ইনকগনিটো মোড চালু করেছে গুগল। এই ফিচারের সুবিধা হলো মোড চালু থাকলে গ্রাহকের ব্রাউজিং হিস্ট্রি বা লগইন আইডি কোনো কিছুই ব্রাউজার মজুদ করে রাখে না।

এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ। ভার্জের প্রতিবেদনে বলা হয়, ইউটিউব অ্যাপে ইনকগনিটো মোড চালু করায় গ্রাহকের দেখা ভিডিও এবং হিস্ট্রিতে অনুসন্ধান চালানো নিয়ে চিন্তা করতে হবে না।

সম্পর্কিত খবর

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন আপডেট উন্মুক্ত করা হলে গ্রাহক অ্যাপের অ্যাকাউন্ট সেকশন থেকে ‘টার্ন অন ইনকগনিটো মোড’ অপশন দেখতে পাবেন। গ্রাহক যে ইনকগনিটো মোডে আছেন তা মনে করিয়ে দিতে পর্দার নিচে একটি বার দেখানো হবে।

    ইনকগনিটো মোড ব্যবহার করলে ব্যাবহারকারির অ্যাকাউন্ট আইকন পরিবর্তন করে ইনকগনিটো আইকন দেখানো হবে। ক্রোম ব্রাউজারের মতোই এই মোড থেকে বের হলে তার সব হিস্ট্রি মুছে যাবে। গ্রাহক শুধু ইনকগনিটো মোডে যে ভিডিওগুলো ব্রাউজ করেছেন সেগুলোর হিস্ট্রি মুছে ফেলা হবে। সাধারণ মোডের হিস্ট্রিতে এর কোনো প্রভাব পড়বে না।

    /আরকে

    গুগল ক্রোম,অ্যান্ড্রয়েড স্মার্টফোন,ইনকগনিটো মোড
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close