• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৮, ১৮:৫৯
প্রযুক্তি ডেস্ক

নতুন ম্যাকবুক প্রো আনলো টেক জায়ান্ট অ্যাপল। বৃহস্পতিবার (১২ জুলাই) নতুন এই ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। নতুন ম্যাকবুকের নকশায় কোনো পরিবর্তন করা না হলেও গতি বাড়ানো হয়েছে।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি দিয়ে গ্রাহক আরও দ্রুত কোড কম্পাইলের পাশাপাশি সহজে একাধিক ভার্চুয়াল মেশিন এবং পরীক্ষামূলক পরিবেশ চালাতে পারবেন।

এতে অষ্টম প্রজন্মের ইনটেল প্রসেসর ব্যবহার করা হয়েছে। ছয় কোরের ১৫ ইঞ্চি ম্যাকবুক আগের চেয়ে ৭০ শতাংশ এবং কোয়াড কোর ১৩ ইঞ্চি মডেল আগের চেয়ে প্রায় দ্বিগুণ কার্যক্ষমতা দেবে।

১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো’র মূল্য রাখা হয়েছে ১৭৯৯ মার্কিন ডলার ও ১৫ ইঞ্চি মডেলের দাম ২৩৯৯ ডলার। এ মাসের শেষ দিকে এটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যাপল।

বড় ডেটা সেট ব্যবহার, জটিল সিমুলেশন, মাল্টি-ট্র্যাক অডিও প্রকল্প বা উন্নত ইমেইজ প্রসেসিং বা সিনেমা এডিটিংয়ের কাজ এতে আরও ভালোভাবে করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এতে প্রথমবারের মতো টি২ চিপ ব্যবহার করা হয়েছে। এই চিপের মাধ্যমে সিকিওর বুট এবং অন-দ্য-ফ্লাই সংকেতায়িত স্টোরেজ সমর্থন ম্যাকবুক প্রো’র নিরাপত্তা বাড়াবে। এছাড়া ম্যাক অপারেটিং সিস্টেমে এবারই প্রথম ‘হেই সিরি’ ফিচার যুক্ত করেছে অ্যাপল।

আরকে

ম্যাকবুক প্রো,অ্যাপল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close