• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল শাওমি

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ০১:০৯
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্বে অন্যতম জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে রেডমি এস-২ নামের নতুন একটি স্মার্টফোনও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

এতোদিন সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা করেছে শাওমি। এবার গ্রাহকসেবার মান আরও বাড়াতে এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে এসইবিএলের সঙ্গে সমন্বিতভাবে সরাসরি ব্যবসা করবে তারা।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর সঙ্গে শাওমির এমআই কমিউনিটিও বাংলাদেশে চালু হয়েছে। এমআই কমিউনিটি মূলত এমন একটি প্লাটফর্ম যেখানে এমআই ভক্তরা যুক্ত হতে পারবেন এবং প্রযুক্তি সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারবেন।

এ ছাড়া এমআই ভক্তরা শাওমির নিজস্ব ওয়েবসাইটে (Mi.com/bd) প্রবেশ করে বাংলাদেশে শাওমির সর্বশেষ পণ্য ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বাংলাদেশে শাওমির আনুষ্ঠানিক যাত্রা সম্পর্কে শাওমির ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর মানু জেইন বলেন, 'বাংলাদেশের লাখ লাখ এমআই ফ্যানের জন্য আনুষ্ঠানিকভাবে শাওমি নিয়ে আসতে পারায় দারুণ লাগছে। আমরা দেখেছি, গত কয়েক বছরে বাংলাদেশের স্মার্টফোন বাজারের পরিধি বিস্ময়কভাবে বেড়েছে। আমরা বাংলাদেশের বাজারে শেয়ারের পরিমাণ বাড়াতে চাই। লাখ লাখ মি ফ্যানের ভালোবাসাকে সঙ্গী করে বাংলাদেশের বাজারে শাওমিকে ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।'

মানু জেইন আরও বলেন, 'আনুষ্ঠানিকভাবে বাজারে প্রবেশের মাধ্যমে সর্বনিম্ন দামে শাওমির সর্বশেষ সব পণ্য বাংলাদেশে নিয়ে আসতে পারবো। আমরা সর্বোচ্চ সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ এবং সেজন্য এখানে শক্তিশালী একটি দল গঠন করা হবে।

শাওমি,স্মার্টফোন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close