• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভ্রমণপিপাসুদের অনলাইন ঠিকানা হালট্রিপ

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৪
পূর্বপশ্চিম ডেস্ক

ভ্রমণপিপাসুরা ছুটি পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। কখনো দেশে আবার কখনো দেশের বাইরে। তবে পরিকল্পনা থাকলেও প্রস্তুতি পর্বে কিছু ঘাটতি থেকে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়। এই ঝামেলা বেশি দেখা যায় বিদেশ ভ্রমণের ক্ষেত্রে।

কারণ অনেকরই জানা থাকে না, কিভাবে টিকিট সংগ্রহ করতে হয়? কোন দেশে যাওয়ার জন্য কোথায় যোগাযোগ করতে হয়? কোথায় কেমন সেবা বা সুযোগ-সুবিধা পাওয়া যায়? বিদেশ ভ্রমণের আগে করণীয়ই বা কি?

এই বিষয়গুলো নিয়ে ভ্রমণপিপাসুদের জন্য কাজ করছে অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ ডট কম। যার মাধ্যমে পাওয়া যাচ্ছে বিদেশ ভ্রমণের সেবা।

২০১৭ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে হালট্রিপ। ইতোমধ্যে ১ হাজার ৩শ' ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৫০ হাজারের বেশি ভ্রমণকারীকে টিকিট ও হোটেল বুকিং সেবা দিয়েছে। এনিয়ে বিস্তারিত জানা যাবে www.haltrip.com ঠিকানায়।

এছাড়া রাজধানীর গুলশান, মতিঝিল, উত্তরায় রয়েছে হালট্রিপের নিজস্ব অফিস। নিরাপদ ও স্বাচ্ছন্দময় ভ্রমণ আয়োজনের জন্য হালট্রিপের রয়েছে দক্ষ কর্মীবাহিনী।

হালট্রিপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাজবীর হাসান বলেন, আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যে কোন উদ্যোক্তা ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে পারবেন। সবকিছু যাচাই-বাছাই করে ওই উদ্যোক্তা হালট্রিপ ডট কমের মাধ্যমে ভ্রমণকারীদের টিকিট ও হোটেল বুকিং সেবা দিতে পারবেন।

/রবিউল

ভ্রমণ,হালট্রিপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close