• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||

উটের ফ্যাশন!

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০৬ | আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

ফ্যাশনে পিছিয়ে নেই উট। উটের গায়ের পশম দিয়ে করা নানা নকশায় ফুটে উঠেছে পুরা রাজেস্থান, রামায়ন ও মহাভারত। আমরা সবাই জানি উটকে মরুভূমির জাহাজ বলা হয়। আর রাজেস্থানের এমন কিছু জায়গা আছে যেখানে এখনো চলাচল ও বোঝা টানার জন্য উট ব্যবহার করা হয়। রাজেস্থানে তার থেকেও বেশি উট যে কাজে ব্যবহার করা হয় তা হচ্ছে ট্যুরিস্টদের ভ্রমণের জন্য। ট্যুরিস্টরা উটের পিঠে চড়ে ঘুরে বেড়ান।

তবে রাজেন্থান গেলে এই সকল উটের মাঝে একটি উঠ আপনার নজর কাড়বেই। কারণ সেই উটের গায়ে পশম কেটে নানা নকশা তৈরি করা হয়েছে। যে নকশায় রামায়ণ, মহাভারত থেকে শুরু করে ইন্ডিয়ার নানা নকশা ফুতে উঠেছে। দেখলে যেন মনে হবে উট তার সারা গায়ে নানা রকমের ট্যাটু এঁকে রাখা হয়। আর প্রতিটি নকশা খুব আকর্ষনীয় ও জীবন্ত।

সম্পর্কিত খবর

    আর এই নকশার কারণেই সেই উট এখন সোশাল মিডিয়া ভাইরাল হয়ে আছে। রাজেস্থান বেড়াতে গেলে এই উঠের সাথে একটি সেলফি তুলতে কিন্তু ভুলবেন না।

    /এসএইচ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close