• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যেভাবে বানাবেন বার্বি কিউ গ্রিলড মাটন

প্রকাশ:  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪১
লাইফস্টাইল ডেস্ক

আজ শিখে নিন বার্বি কিউ গ্রিলড মিটের রেসিপি। মাটন বা ল্যাম্ব দিয়ে তৈরি করতে পারেন।

উপকরণ:

সম্পর্কিত খবর

    রসুন ২ কোয়া (লম্বালম্বি অর্ধেক করে কাটা)

    বোনলেস মাটন বা ল্যাম্ব স্টেকের পিস ৪টে

    এক্সট্রা ভার্জিন অয়েল ৪ চা চামচ

    গোটা ধনে (সামান্য থেঁতো করা): ১ চা চামচ

    থাইম ১ চা চামচ

    লবণ ১/২ চা চামচ

    লেবুর রস ৪ চা চামচ

    পুদিন পাতা কুচি ১ টেবল চামচ

    মধু ১ চা চামচ

    মরিচ গুঁড়ো সামান্য

    ইয়োগার্ট ১ কন্টেনার (৭ আউন্স)

    গোলমরিচ গুঁড়ো ১/৪ চা চামচ

    প্রণালি: ল্যাম্ব বা মাটনের গায়ে রসুন ডলে নিন। এবার ২ চা চামত তেল, গোটা ধনে, থাইম একটা ছোট বাটিতে মেশান। এই মিশ্রণ ল্যাম্ব বা মাটনের গায়ে লাগিয়ে ৮ মিনিট রেখে দিন। রসুন কোয়া থেঁতো করে ১/৮ চা চামচ নুন ভাল করে মিশিয়ে নিন। রসুনের এই মিশ্রণের সঙ্গে ২ চা চামচ তেল, লেবুর রস, পুদিনা, মধু, মরিচ গুঁড়ো, ইয়োগার্ট একটা বাটিতে ভালো করে মেশান। মাঝারি আঁচে একটা গ্রিল প্যান গরম করুন। ল্যাম্ব চপ ম্যারিনেড থেকে তুলে এর উপর বাকি লবণ ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। গরম প্যানে ল্যাম্ব চপ রাখুন। দু’পাশে ৩ মিনিট করে গ্রিল করে নিন।

    /রবিউল

    বার্বি কিউ গ্রিলড
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close