• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কেমন হবে গ্যালাক্সি এস ফোর

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ১৬:৪১
প্রযুক্তি ডেস্ক

আর কিছুদিন পরেই বাজারে আসবে স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ ট্যাবলেট গ্যালাক্সি এস ফোর। এর মধ্যেই এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনার। সম্প্রতি অ্যানড্রয়েড হেডলাইনসের একটি ছবি ফাঁস করে। সেখানে দেখা গেছে এই ট্যাবে কোনো হোম বাটন থাকছে না, যেটা কি না এর পূর্ববর্তী সংস্করণ এস থ্রিতে ছিল।

জানা গেছে, এই ট্যাবের ডিসপ্লের আকারও হবে তুলনামূলক বড়, আর এর সামনের অংশে স্যামসাংয়ের লোগোও থাকবে না। সে কারণে এর বেজেলও অনেকটা চিকন হয়ে যাবে।

এছাড়া এখানে আনলক করতে চোখের স্ক্যানার ব্যবহার করা হবে। তবে এমনটাও হতে পারে যে এস ফোরের এটাই একমাত্র নিরাপত্তা ফিচার নাও হতে পারে।

তবে নতুন কী ফিচার থাকছে তা জানা না গেলেও, এটা নিশ্চিত যে এস ফোর ট্যাবের রং হবে কালো।

/আরকে

স্যামসাং,ফ্ল্যাগশিপ ট্যাবলেট গ্যালাক্সি এস ফোর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close