• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মতিঝিলে সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশ:  ২৯ নভেম্বর ২০১৭, ১৭:৪৫
নিজস্ব প্রতিবেদক

ঢাকার মতিঝিলে সীমান্ত ব্যাংক লিমিটেডের ষষ্ঠ শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

উদ্বোধনের পর মেজর জেনারেল আবুল হোসেন বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক কল্যাণে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকটি তাদের কাজের পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারণ করবে।

সম্পর্কিত খবর

    এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান বলেন, সীমান্ত ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবা দিতে শুরু থেকেই শতভাগ অনলাইন এবং ইন্টারনেট ব্যাংকিং চালু করেছে। গ্রাহকের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংকরে রিটেইল ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধাদি যেমন পার্সোনাল লোন, বাড়ি কেনার জন্য ঋণ, গাড়ি কেনার ঋণ ইত্যাদি রয়েছে। তেমনি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ বিতরণ চালু আছে, আস্থা নামে জামানতবিহীন ২৫ লাখ টাকার ঋণ সুবিধা চালু হয়েছে। বড় শিল্পে ঋণ প্রদান করে দেশের অর্থনীতির চাকা বেগবান রাখতে আমাদের প্রয়াস রয়েছে প্রতিনিয়ত। প্রতিটি ক্ষেত্রে যথাসম্ভব প্রতিযোগিতামূলক সুদে ঋণ প্রদান করা হচ্ছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close