• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুজিঁবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০৯
নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে । আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৯৯ কোটি টাকা

মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শুরুর পর সূচক কমলেও পরে ঊর্ধ্বগতি দেখা যায়। শেষ দিকে সূচক বাড়ার গতি কমলেও ইতিবাচকভাবেই দিন শেষ হয় পুঁজিবাজারের।

সম্পর্কিত খবর

    দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে থাকা বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দামও বেড়েছে।

    মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৩ কোটি টাকা ৬৬ লাখ টাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

    ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছ ৪৭টির।

    ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৪০৬ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থান করছে।

    দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়ে ৩৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

    সিএসইতে লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

    দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৯ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছে। /মজুমদার

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close