• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ১৭:০৬
নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। আজ ডিএসইতে ৫১২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৩৭ কোটি ৪১ লাখ টাকা বেশি।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭৫ কোটি টাকা।

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, সোমবার ব্লক মার্কেটে সামিট পাওয়ারের বড় অংকের লেনদেনের কারণেই আজ ডিএসইতে লেনদেন বেড়েছে। এদিন সামিট পাওয়ারের ৭ কোটি ২ লাখ ১৯৯টি শেয়ার ৩৭ টাকা দরে লেনদেন হয়। যার বাজার মূল্য ২৫৯ কোটি ৭৮১ লাখ ৮৭ হাজার ৪৬৩ টাকা।

    এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ২৫৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার দর।

    ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৩৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে।

    অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ার দর।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close