• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দাম কমেছে ইলিশের

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৮
নিজস্ব প্রতিবেদক

এখন ইলিশের ভরা মৌসুমে।ইলিশের মৌসুমে কিছুটা হলেও দাম কমেছে ইলিশের।শনিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর বাজার ঘুরে দেখা গেছে, সব আকারের ইলিশের দাম কেজি প্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমেছে।

বাজারে প্রতি কেজি ইলিশ এক হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ১৫০০ থেকে ১৭০০ টাকা ছিল। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। আর ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দামে।

মোহাম্মদপুর বাজারের ইলিশ বিক্রেতা মোজাফফার বলেন, এখন বাজারে ইলিশের সরবরাহ বেশি। এ কারণে রাজধানীতে ইলিশের দাম পড়তির দিকে। চলতি সপ্তাহে ইলিশের দাম আরো কমার সম্ভাবনা রয়েছে বলেও জাননা তিনি।

এদিকে অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা, ব্রয়লার লাল মুরগি ২০০-২২০ টাকা, খাসির মাংস ৭০০-৭৫০ এবং গরুর মাংস ৪৬০-৪৮০ টাকা।

সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, করলা ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, পেপে ২৫ থেকে ৩০ টাকা, শসা ৪০ টাকা, কচুর ছড়া ৩০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা কেজি, লাউ আকার ভেদে ৩০ থেকে ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

/রবিউল

ইলিশ,মোহাম্মদপুর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close