• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উভয় বাজারে কমেছে লেনদেন

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০১৮, ১৫:২৯
বিজনেস ডেস্ক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪৪ কোটি ৫৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৬৩৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সম্পর্কিত খবর

    এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৬৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।

    ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৬০ পয়েন্টে।

    অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।

    ওএফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close