• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

তুরস্কে সশস্ত্র বাহিনীর আরও ১৮ হাজার সদস্য বহিষ্কার

প্রকাশ:  ০৮ জুলাই ২০১৮, ১৯:৩০
আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আরও ১৮ হাজার ৬৩২ সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সশস্ত্র বাহিনীর সদস্য।

রোববার (৮ জুলাই) ওই কর্মকর্তাদের বহিষ্কারেদেশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারের গেজেটে বলা হয়েছে, দুই বছর আগে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ৮ হাজার ৯৯৮ জন পুলিশ কর্মকর্তা, ৩ হাজার ৭৭ জন সেনা কর্মকর্তা ও বিমান বাহিনীর ১ হাজার ৯৪৯ জন কর্মকর্তা রয়েছেন।

এছাড়া দেশটির তিনটি সংবাদপত্র, একটি টেলিভিশন চ্যানেল ও ১২ টি সংগঠন বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে রজব তাইয়্যেব এরদোগানের শপথ গ্রহণের একদিন আগে এ পদক্ষেপ নেয়া হলো। দুই-একদিনের মধ্যে জরুরি অবস্থা তুলে নেয়া হতে পারে বলেও খবর বেরিয়েছে। এ কারণে এটি সর্বশেষ গণ বহিষ্কারাদেশও হতে পারে।

২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। প্রেসিডেন্ট এরদোগানকে উৎখাতের লক্ষ্যে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে সশস্ত্র বাহিনী।

আমেরিকায় স্বেচ্ছানির্বাসিত তুর্কি নেতা ফতেহউল্লাহ গুলেনের নেতৃত্বে ওই অভ্যুত্থানচেষ্টা হয় বলে আঙ্কারা ঘোষণা করেছে। তবে গুলেন সেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তুরস্ক গুলেনকে হস্তান্তরের আহ্বান জানালেও তাতে সাড়া দেয় নি আমেরিকা।

আরকে

তুরস্ক,সশস্ত্র বাহিনী,তাইয়্যেব এরদোগান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close