• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শিক্ষার্থীদের আন্দোলনে স্থবির চট্রগ্রাম

প্রকাশ:  ০৪ আগস্ট ২০১৮, ১৭:২২
নিজস্ব প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অচল হয়ে পড়েছে বন্দর নগরী চট্টগ্রাম। শনিবার (৪ আগস্ট) সপ্তম দিনেও নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লাইসেন্স পরীক্ষা করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে দূরপাল্লার কোনো বাস যেমন চট্টগ্রাম ছেড়ে যাচ্ছে না, তেমনি নগরীতে অভ্যন্তরীণ বাসগুলোর চলাচল নেই বললেই চলে।

এদিন সকাল ১০টা থেকে নগরীর মুরাদপুর, জিইসি মোড়, লালখান বাজার, বহাদ্দারহাট, সিটি গেইট ও চকবাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

ফলে অভ্যন্তরীণ বাসের অভাবে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে, দূরপাল্লার কোনো গাড়ি চট্টগ্রাম ছেড়ে না যাওয়ায় জরুরি প্রয়োজনে মানুষকে একমাত্র অবলম্বন হিসেবে ট্রেনের দিকে ছুটতে হচ্ছে। এতে করে চাপ বেড়েছে ট্রেনের ওপর।

প্রসঙ্গত, গত রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র‌্যাডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

/রবিউল

নিরাপদ সড়কের দাবি,মুরাদপুর, জিইসি মোড়, লালখান বাজার, বহাদ্দারহাট, সিটি গেইট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close