• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউএস ওপেন থেকে রজার ফেদেরার বিদায়

প্রকাশ:  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৬ | আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৯
স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র ওপেনের শেষ ষোলো থেকে বিদায় নিলেন সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। তাকে বিদায় করেন বিশ্বের ৫৫ নাম্বার অবাছাই জন মিলম্যান। অথচ এবার ইউএস ওপেনের ষষ্ঠ শিরোপা জয়ের ফেবারিট ছিলেন ৩৭ বছর বয়সী ফেদেরার।

লড়াইটাও হয়েছে জম্পেশ। তবে শেষপর্যন্ত অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড় মিলম্যানের কাছে ৩-৬, ৭-৫, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৩) সেটে হার মানতে হলো ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ী সুইস তারকাকে।

চমক দেখানো মিলম্যান কোয়ার্টার ফাইনালে লড়বেন টেনিসের আরেক গ্রেট নোভাক জোকোভিচের বিপক্ষে। যেখানে জোয়াও সোউসাকে ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেমে সরাসরি সেটে হারিয়ে ১১তমবার যুক্তরাষ্ট্র ওপেনের শেষ আট নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।

ম্যাচ শেষে হতাশ ফেদেরার বলেন, খুবই গরম ছিল। এমন একটি রাত ছিল যে আমি বাতাস পাচ্ছিলাম না। এই কন্ডিশনে আমি শুধু সংগ্রামই করলাম। আমার সঙ্গে এবারই প্রথম এমন কিছু হলো। ঘামছিলাম এবং শক্তি ক্ষয় হচ্ছিল। তবে ভালো লাগছে যে ম্যাচটা শেষ হয়েছে।

/অ-ভি

ইউএস ওপেন,রজার ফেদেরার,বিদায়,সুইস টেনিস কিংবদন্তি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close