• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ ফিরিয়ে আনা হবে: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০১
নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যেসব বাংলাদেশি বিদেশে বিনিয়োগ করেছেন সেসব বিনিয়োগ দেশে ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির আয়োজিত ‘উদীয়মান বাংলাদেশ : ব্যবসাবান্ধব নীতি ও পরিকল্পনা’ শীর্ষক এক সেমিনারে পরিকল্পনাম

মুস্তফা কামাল বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা দেওয়া হবে। তখন বাংলাদেশিরা আবার বিদেশ থেকে বিনিয়োগ দেশে নিয়ে আসতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, ভিয়েতনাম, থাইল্যান্ড স্বল্প আয় করের হারের কারণে আদায় বেশি হয়। আমাদের দেশে মাত্র ১০-১২ লাখ সাধারণ লোক আয় কর দেয়। যদি করহার আরও কমানো হয় তাহলে করদাতার সংখ্যা বৃদ্ধি পাবে।

বর্তমানে বেসরকারি খাতের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতির ৮৩ শতাংশ অবদান বেসরকারি খাতের। তাই তাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা সরকার করবে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, বাংলাদেশ জার্মান চেম্বারের সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন্নেসা ইসলাম প্রমুখ।

/এসএফ

পরিকল্পনামন্ত্রী,বিদেশে বিনিয়োগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close