• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুদকে হাজিরা দিতেই হবে আমীর খসরুকে

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১
পূর্বপশ্চিম ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সম্পদের হিসেবে দিতে দুদকে হাজির হতেই হবে। দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খসরুর রিট রোববার (১৬ সেপ্টেম্বর) খারিজ করেছিলেন হাইকোর্ট।

সোমবার (১৭ সেপ্টেম্বর) আদালতে আমীর খসরুর পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। তবে উচ্চ আদালতের ওই আদেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালতও। ফলে আমীর খসরুকে দুদকে হাজির হতেই হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে আমীর খসরু মাহমুদকে দুদকে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্য তালিকা থেকে গত ৫ সেপ্টেম্বর বাদ দেন হাইকোর্টের অপর একটি বেঞ্চ। দুদকে হাজির হওয়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন খসরু।

উল্লেখ্য, অবৈধ লেনদেন, মুদ্রা পাচার, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আমীর খসরুকে গত ১৬ আগস্ট তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক নোটিশে ২৮ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। তবে উচ্চ আদালতে রিট মামলা বিচারাধীন থাকার কারণ দেখিয়ে আমীর খসরু মাহমুদ দুদকে হাজির হননি। তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছিলেন।

/রবিউল

আমীর খসরু মাহমুদ চৌধুরী,দুদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close