• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘উ. কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া’

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি অভিযোগ করেছেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রতারণা করছে রাশিয়া। মস্কো যে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের হাতে অনেক তথ্য-প্রমাণ আছে বলেও তিনি দাবি করেন।

সোমবার (১৭ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদে নিকি হ্যালি এসব কথা বলেছেন। তিনি বলেন, যখন উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘কঠিন’ এবং ‘স্পর্শকাতর’ আলোচনা চলছে তখন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার আলোচনা শুরু ঠিক হবে না। তিনি বলেন, রাশিয়াকে অবশ্যই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন ও তা গোপন করার প্রচেষ্টা বন্ধ করতে হবে। হ্যালি তার ভাষায় বলেন, মস্কো একবার এ কাজ করে নি বরং ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাচ্ছে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা ঝাউশু বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে যাচ্ছে বেইজিং। পিয়ংইয়ংয়ের সঙ্গে যেকোনো সংঘাতের বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঝাউশু বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের প্রচেষ্টা নিতান্তই বিপর্যয় ছাড়া কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।

/রবিউল

জাতিসংঘ,চীন,উত্তর কোরিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close