• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

‘সেই ব্যারিস্টার মঈনুল এখন বিএনপি-জামায়াতের বন্ধু’

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১৭:৩৭
নিজস্ব প্রতিবেদক

১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্যারিস্টার মঈনুল অসাংবিধানিক সরকারের উপদেষ্টা থাকাকালীন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো ও নাইকো, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ সব মামলা দিয়েছিলেন। এই ব্যারিস্টার মঈনুল এখন বিএনপি-জামায়াতের বন্ধু হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ব্যারিস্টার মঈনুল হোসেন ১৯৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বেইমান মোস্তাকের সঙ্গে ডেমোক্রেটিক লীগ গঠন করেছিলেন। যিনি ১/১১ এর সময় আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন।

তিনি আরও বলেন, ব্যারিস্টার মঈনুল কে? তিনি সেই লোক, যিনি বঙ্গবন্ধুকে হত্যার পরে বিশ্বাসঘাতক মোশতাকের সঙ্গে হাত মিলিয়েছিলেন। যারা ১/১১ এ মাইনাস টু ফর্মুলা নিয়ে মাঠে নেমেছিল তারা। এখন মাঠে নেমেছে গণতন্ত্র রক্ষার জন্য।

তিনি বলেন, ১৪ দল এদের চেনে, এরা পরীক্ষিত গণতন্ত্রবিরোধী শক্তি। এদের ডাকে বাংলাদেশের মানুষ কখনো বিভ্রান্ত বা ঐক্যবদ্ধ হবে না।

মোহাম্মদ নাসিম,স্বাস্থ্যমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close